সস্ত্রীক করোনামুক্ত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন।
এর আগে বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় করোনা রিপোর্ট পজেটিভ আসার পর থেকে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন। এ সময় তার স্ত্রীরও করোনা পজেটিভ ছিল।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মা ও শিশু হাসপাতাল থেকে করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সুজন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী দু’জনই করোনামুক্ত হয়েছি। আজ রিপোর্ট পেয়েছি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে যারা আমার জন্য দোয়া করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হওয়ায় ৬ আগস্ট প্রশাসকের দায়িত্ব নেন সুজন। নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী বুধবার (২৭ জানুয়ারি) চসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে।