থানায় থানায় যুবদল নেতাদের নামে মিথ্যা, বানোয়াট মামলা প্রত্যাহার করুন: দীপ্তি-শাহেদ

473

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারন সম্পাদক মুহাম্মদ শাহেদ, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো: শাহজাহান, সাধারন সম্পাদক মো: আজগর ও এস এ মুরাদ চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, আগামী ২৭ শে জানুয়ারী চসিক নির্বাচনকে সামনে রেখে বীর চট্টলার রাজনৈতিক পরিবেশ ও ভোটের সুষ্ঠু পরিবেশ নসাৎ করার জন্য পরিকল্পিতভাবে যুবদল নেতৃবৃন্দের নামে বিভিন্ন থানায় গায়েবী মামলা দায়ের করছে। গণগ্রেপ্তার ও যুবদল নেতাদের বাসা-বাড়িতে তল্লাশির নামে পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরন করছে। যা আওয়ামী ফ্যাসিবাদের নগ্ন উদাহরণ।

Advertisement

তারা বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে আওয়ামীলীগ ও প্রশাসন দিশেহারা। মানুষের ভোটাধিকার হরনের সাথে সাথে বাক-স্বাধীনতা হরনের চেষ্টায় শাসকগোষ্ঠী। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

নেতৃবৃন্দ অবিলম্বে মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, ম হামিদ, মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দীন রাসেল, কৃৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক গিয়াস উদ্দীন টুনু, মো: হাসান, সাইদুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক শওকত খান রাজু, শেখ রাসেল, আব্দুল জলিল, শমু, ইলিয়াছ , রেদওয়ান, নূর খান, আনোয়ার হোসেন, তারেকুর রহমান, ওর্য়াড যুবদলের মেজবাহ উদ্দীন, মো: তৌহিদ, এটিএম সায়েম আজমীর, রাসেল খান, সোহেল সরওয়ার, মো: সাইফুল, খলিলুর রহমান, আলী হোসেন, আব্দুল মোতালেব, মো: ইউসুফ, মো: সাকিব প্রমুখ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নগর যুবদলের সহ-সভাপতি জসিমুল ইসলাম কিশোর, সম্পাদক মন্ডলীর সদস্য মো: নওশাদ, নগর যুবদলের সদস্য মো:আইয়ুব আলী, মোহাম্মদ আজীজ (দক্ষিণ) মো: রহিম (দক্ষিণ), মো: আলমঙ্গীর (দক্ষিণ), মনির হোসেন মহানগর, জিয়া উদ্দীন বাবুল (দক্ষিণ), মো: রাশেদুজ্জামান (উত্তর), তারেকুর রহমান রাকিব (দক্ষিণ), সানি (বাকলিয়া থানা), ইয়াকুব খান (বাকলিয়া থানা), মো: জাকির(বাকলিয়া থানা), আবু মানিক (খুলশী থানা), মো: হোসেন (পতেঙ্গা থানা), ০৭ নং ওর্য়াড যুবদল নেতা মো: লোকমানকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নিঃশর্ত মুক্তির দাবী জানান।

জাতীয়তাবাদী জিয়ার আদর্শের সূর্য সৈনিকদের মামলা হামলা গ্রেফতার নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না। বাকশালী আওয়ামীলীগ অচিরেই ক্ষমতা ছেড়ে পালাবে। নেতৃবৃন্দ এসময় দেশ ও জাতীর বৃহত্তর স্বার্থে ভোটের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সহ নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।

Advertisement