দেশে এসে পৌঁছেছে করোনার ৫০ লাখ ডোজ টিকা

240

সরকারের কেনা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনাভাইরাসের টিকার তিন কোটি ডোজের মধ্যে ৫০ লাখ ডোজের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে।

Advertisement

সোমবার সকাল ১১টার দিকে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত বৃহস্পতিবার ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশে টিকার ২০ লাখ ডোজ এসে পৌঁছায়।

টিকাগুলাে সংরক্ষণের জন্য বেক্সিমকোর ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হবে। এরপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারিখে তা জেলা-উপজেলার নির্ধারিত স্থানে পৌঁছে দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Advertisement