নির্বাচন কমিশনের নতুন সচিব হলেন হুমায়ুন কবীর

197

রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারকে নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে হুমায়ুন কবীর খোন্দকারকে অতিরিক্ত সচিবের পদ থেকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন কমিশনের বর্তমান সিনিয়র সচিব মো. আলমগীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি তিনি অবসরে যাবেন।

আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো হুমায়ুন কবীরকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Advertisement