ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এখানে প্রথম টিকা নেন হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি।
Advertisement
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন আন্ডারগ্রাউন্ডে তৈরি করা বুথে এ টিকাদান কর্মসূচি শুরু হয়।
অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমির পরেই মেডিসিন বিভাগের রেজিস্টার ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফসহ কয়েকজন চিকিৎসক টিকা নেন।
এসময় নার্স মাজহারুল ইসলাম জানান, নিজের ইচ্ছায় করোনা টিকা নেওয়ার জন্য এসেছি। আমি সহ এখানে ১৫ নার্সের নাম দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, চারটি বুথে রয়েছে। প্রতিটি বুথেই টিকা দেওয়া হবে।
Advertisement