চট্টগ্রামে নৌকার বিজয় আওয়ামী ঐক্যের প্রতিফলন : মোশাররফ হোসেন এমপি

223

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় লাভের পর নেতা কর্মী, শুভানুধ্যায়ীদের ফুলেল অভিনন্দনে সিক্ত হওয়ার দ্বিতীয় দিন শেষে রাতে প্রবীণ নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নন্দন কাননস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাতে যান নব নির্বাচিত চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।

Advertisement

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিফুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুন চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ প্রমূখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রেজাউল করিম চৌধুরীকে অভিনন্দন জানান সাবেক মন্ত্রী বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় এক আনন্দঘন পরিবেশের অবতারনা হয় এবং নেতৃবৃন্দ চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক মোশাররফ এমপির গলায় বিজয় মাল্য পড়িয়ে দেন।

সাবেক এ মন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে নৌকার এ বিজয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নৌকা ও শেখ হাসিনার প্রশ্নে চট্টগ্রামের আওয়ামী লীগের সুদৃঢ় ঐক্যের প্রতিফলন ঘটেছে। আবারো প্রমান হল চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির উপর আস্থাশীল। প্রমানিত হল, জনকল্যানমূখী রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয়কে কেউ ঠেকাতে পারেনা।

Advertisement