ফেইসবুক কমিউনিটি ব্যাচভিত্তিক বন্ধু গ্রুপ বিএন্ডবি এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ চট্টগ্রাম বিভাগের বন্ধুদের আর্থিক সহায়তায় শনিবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হাজিমার উপকূলীয় আশ্রয়ণ কেন্দ্রের শীতার্থ ১৮০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং একটি মহিলা মাদ্রাসার ২০জন ক্ষুদে গরীব শিক্ষার্থীর জন্য শীতবস্ত্র প্রদান করা হয়।
এই শীতবস্ত্র বিতরণ কাজে সার্বিকভাবে সহযোগীতা করে উক্ত ব্যাচের রায়পুর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন জাকারিয়া, গ্রুপের মডারেটর সাইফুল সবুজ, মাসুদ আলম পাটওয়ারী, রাসেল হোসাইন, আরমান হোসাইন, মোহাম্মদ সোহেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় আরো উপস্থিত ছিলেন গ্রুপের চাঁদপুর এর সদস্য সাহেদ খালেক, নাসরিন মজুমদার, নোয়াখালীর আলাউদ্দিন আলো, চট্টগ্রামের ফয়সাল মাহমুদ সুজন, গ্রুপ ক্রিয়েটর এমএইচ রানা, মোরশেদ আহমেদ এবং এম এইচ সোহেল।
ভবিষ্যতেও গ্রুপটির পক্ষ থেকে অতীতের ন্যায় বিভিন্ন জনকল্যান মূলক কাজ করে এগিয়ে যাবার প্রত্যাশায় প্রতিশ্রুতিবদ্ধ হন সদস্যবৃন্দ।