মুজিববর্ষে খাগড়াছড়ির ১০ গণপাঠাগারকে ৫ লক্ষ টাকার বই দেবে জেলা পরিষদ

340

খাগড়াছড়ি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি জেলার ১০টি বেসরকারি গণপাঠাগারকে পাঁচ লক্ষ টাকার বই প্রদান করবে পার্বত্য জেলা পরিষদ।

Advertisement

শুক্রবার জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা গণগ্রন্থাগার হল রুমে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

তিনি পর্যায়ক্রমে জেলার প্রত্যন্ত এলাকার সক্রিয় সব গণপাঠাগারের ভবন নির্মাণ, অসমাপ্ত কাজ শেষ করা এবং নতুন নতুন গণপাঠাগার সৃষ্টিতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তাা টিটন খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃণা চাকমা।

জেলা গ্রন্থাগার কর্মকর্তা ওয়েন চাকমা’র স্বাগত বক্তব্য দিয়ে সূচিত সভায় গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক, রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সি নিউজ/প্রদীপ চৌধুরী

Advertisement