বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কোভিড-১৯ টিকা কেন্দ্রের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল।
বোয়ালখালীতে প্রথম কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ জিল্লুর রহমান জানান বোয়ালখালীতে প্রাথমিক ভাবে ১৩হাজার ৩৭০ টি ভ্যাকসিন পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন কৃতদের এই টিকা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য surokkha.gov.bd এ রেজিস্ট্রেশন করে কোভিড-১৯ টিকা গ্রহণ করা যাবে।
সি নিউজ/পূজন