হল খুলে দেওয়ার দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

215

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও আমাদের অনেক বিভাগের পরীক্ষা চলছে। আমরা বাসা থেকে ক্যাম্পাসে আসছি। আমাদের অনেকের কোনো টিউশন নেই। এ পরিস্থিতিতে হল ছাড়া আশেপাশের কটেজ বা ভাড়া বাসায় থাকা কষ্টকর।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে সরকারি কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। অন্ততঃপক্ষে পরীক্ষার সময়টাতে হল খুলে দেওয়া জরুরি৷ আমরা এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Advertisement