ডবলমুরিংয়ে ২ তরুণীকে আটকে রেখে যৌন ব্যবসা, যুবক গ্রেপ্তার

257

চট্টগ্রামের ডবলমুরিংয়ে দুই তরুণীকে বাসায় আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে মো. হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে মিস্ত্রীপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ দুই তরুণীকেও উদ্ধার করে।

উদ্ধার দুই তরুণী পুলিশকে জানায়, একজনকে তিন মাস ও আরেকজনকে পাঁচদিন পতিতাবৃত্তির কাজে বাধ্য করা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাসান জানায়, ওই মেয়েটিকে বেলাল নামের এক সিএনজি চালক প্রেমের সম্পর্ক করে চাকরির লোভ দেখিয়ে নিয়ে এসেছে তার কাছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, এক তরুণী চান্দগাঁও এলাকায় তার ভাইয়ের বাসায় থাকতো। প্রতিদিন সে ভাইকে খাবার দিতে সিএনজিতে করে যাতায়াত করতো। একসময় সিএনজি চালক বেলালের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বেলাল তাকে ফুঁসলিয়ে চাকরি দেয়ার কথা বলে হাসানের কাছে বিক্রি করে দেয়।

তিনি আরও বলেন, বেলালরা একটি সংঘবদ্ধ চক্র। দীর্ঘদিন ধরে তারা দলগতভাবে কাজ করে। কেউ কেউ চাকরির কথা বলে মেয়েদের নিয়ে এসে বেলালের কাছে বিক্রি করে দেয়। এ ঘটনায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ওই তরুণীর ভাই চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Advertisement