চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে মালয়েশিয়ান একটি জাহাজে ডাকাতির খবর পেয়ে অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেপ্তর করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সংলগ্ন সাগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্টগার্ডের পূর্ব জোনের কর্মকর্তা (মিডিয়া) লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।
Advertisement
গ্রেপ্তার ৯ জন হল- আব্দুল মালেক (৩৫), মো. হোসাইন (৩২), মোজাম্মেল হক (৪০), মো. বেলাল (২৬), মো. হেলাল (২০), মো. ইসমাইল (২৬), জাহাঙ্গীর আলম (৩৬), মো, আরিফ (২২) ও মো. শাহাবউদ্দিন (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার ৯ জন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের বাসিন্দা। তাদের বহনকারী দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে হোস পাইপসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
Advertisement