সুদীপ্ত হত্যার অভিযোগপত্র গ্রহণ : ২৩ মে আসামিদের হাজিরের নির্দেশ

205

চট্টগ্রামের বহুল আলোচিত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। তাতে অভিযুক্ত ২৪ জনকে আগামী ২৩ মে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মুরাদের আদালতে অভিযোগপত্রের ওপর শুনানি হয়েছে।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, ‘অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। বাদী-বিবাদীর পক্ষ থেকে কোন প্রকার নারাজি পিটিশন ছিল না। আদালত অভিযোগপত্র গ্রহণ করে ২৩ মে পরবর্তী সময় নির্ধারণ করেছেন। এদিন অভিযোগপত্রভুক্ত সব আসামিকে হাজির হতে হবে।’

উল্লেখ্য,গত ৩১ জানুয়ারি প্রায় সাড়ে তিন বছর পর সুদীপ্ত হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন সন্তোষ কুমার চাকমা । এতে নগরীর লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করা হয়।

Advertisement