পটিয়ার নতুন মেয়র আ.লীগের আইয়ুব বাবুল

243

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আইয়ুব বাবুল। তিনি মোট ১৪ হাজার ৮শ ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল ইসলাম সওদাগর ধানের শীষে পেয়েছেন এক হাজার ৪৯৪ ভোট।

Advertisement

মেয়র পদে লাঙ্গল প্রতীকে মো. শামসুল আলম পেয়েছেন ১ হাজার ১১৭ ভোট। মোমবাতি প্রতীকের প্রার্থী মুহাম্মদ আলী হোসাইন পেয়েছেন ৮৫৬ ভোট। রোববার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কারা নির্বাচিত হলেন এক নজরে দেখে নিন :

উট পাখি প্রতিক নিয়ে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নাছির উদ্দিন। ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রুপক কুমার সেন পুনরায় নির্বাচিত হয়েছেন।

ডালিম প্রতিক নিয়ে ৩ নং ওয়ার্ডর নতুন কাউন্সিলর হলেন গিয়াস উদ্দিন আজাদ। ৪ নং ওয়ার্ড থেকে এবারের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে আবারো ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন গোফরান রানা। তিনি নির্বাচন করেছেন পাঞ্জাবী প্রতিক নিয়ে।

পটিয়া পৌরসভায় ৫ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধীতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। টেবিল ল্যাম্প প্রতিকে নির্বাচন করে পৌরসভার ৬ নং ওয়ার্ডের নতুন কাউন্সিলর হলেন শফিউল আলম শফি।

টেবিল ল্যাম্প প্রতিক নিয়ে ৭ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন বেলাল। ৮ নং ওয়ার্ডের সরওয়ার কামাল রাজীব (উটপাখি) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং একই প্রতিক নিয়ে ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।

তাছাড়া পটিয়া পৌরসভার ১ নং ২নং ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বুলবুল আকতার। তিনি চশমা প্রতিক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।

৪,৫,৬ নং ওয়ার্ডে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন ইয়াসমিন আকতার চৌধুরী এবং ৭,৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চশমা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন ফেরদৌস বেগম।

এর আগে পটিয়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘাত সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটেছে। ৮ নং ওয়ার্ড-এ নির্বাচনী সহিংসতায় কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের ভাই আব্দুল্লাহ (৫০) নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পটিয়া পৌরসভায় এবারের নির্বাচনে ১৮টি কেন্দ্রে ১১৬টি বুথে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৮৬২ জন।

Advertisement