২১ মে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

226

আগামী ২১ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার আবেদন প্রত্র গ্রহণ শুরু হবে ৮ মার্চ এবং তা চলবে ৩১ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।

আগের দিন তিনটি বাদে সব পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও মেডিকেলের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী এপ্রিল থেকে জুন পর্যন্ত ধাপে ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। শিগগিরই তা ঘোষণা করা হবে।

Advertisement