করোনার টিকার ৭৫ শতাংশই দখলে রেখেছে ১০ দেশ: জাতিসংঘ

227
guteres un

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রায় ৭৫ শতাংশই দখল করে রেখেছে মাত্র দশটি দেশ। এছাড়া ১৩০টি দেশ এখনো করোনা টিকার একটি ডোজও পায়নি বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

Advertisement

গত বুধবার জাতিসংঘের সেক্রেটারি কাউন্সিলের শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে গুতেরেস এসব কথা জানান।

টিকা বণ্টনের এমন ঘটনাকে তিন ‘বন্যভাবে অসম এবং অনৈতিক’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কঠিন এই সময়ে বিশ্ববাসীর সামনে ভ্যাকসিন সমতাই সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা।’

সমানভাবে ভ্যাকসিন সরবরাহ করতে জরুরিভাবে বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণার পরপর ভ্যাকসিন পেতে উঠেপড়ে লাগে কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই অধিকাংশ ভ্যাকসিন নিজের দেশের জন্য অগ্রিম কিনে নেয়ার চেষ্টা করেন। এরপর ব্রিটেন, ইতালি, স্পেন, ব্রাজিলও একই ধরনের পদক্ষেপ নেয়।

Advertisement