আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আজিজ ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার বটতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড চাঁপাতলী ভোলা শাহ মাজারের পশ্চিম পাশের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিজ ফকিরের মানসিক সমস্যা ছিল। তিনি নিজ ঘরে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। এলাকার বন-জঙ্গলে বেশি সময় কাটাতেন। শারীরিক অবস্থা ভালো ছিলনা।খেয়ে না খেয়ে দিন কাটাতেন। আজ ভোর ৫টায় ভোলা শাহ মাজারের সামনের সড়ক দিয়ে যাতায়তের সময় বন্য হাতির কবলে পড়ে।এ তে হাতির শুঁড় দিয়ে আক্রমণ করলে তার মাথা ও চোখে বেশি আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থালে মৃত্যুবরণ করে।
স্থানীয় যুবক দিদারুল ইসলাম পাভেল জানান,
ভোরে মৃত অবস্থায় আজিজ ফকিরের লাশ দেখতে পায় আমরা।তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল।
Advertisement