হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নস্থ আনিস চৌধুরী বাড়ীতে আগুনে পুড়ে যাওয়া ১৩ পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) মীর হেলালের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন এবং তাদের কে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান। মীর হেলাল আগুনে ক্ষতিগ্রস্তদের ঘর পুনঃনির্মাণ করার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শন ও সহযোগিতাকালে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব খান, বিএনপি নেতা ওসমান গণি, শহিদুল্লাহ মিন্টু, দক্ষিণ মাদার্শা বিএনপি সাধারণ সম্পাদক ফখরুল হাসান, গড়দুয়ারা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আকবর আলী, উত্তর মাদার্শা বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ, সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী টিটু, শফিকুল ইসলাম শফি, আলতাফ হোসেন চৌধুরী মিঠু, সাধারণ সম্পাদক কাজী আকতার বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, যুবনেতা মোহাম্মদ হাসান, সাইফুল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামশেদ, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নুরুল কবির, যুগ্ম আহ্বায়ক নুরুদ্দীন, গিয়াস উদ্দিন রিচার্ড, সদস্য সচিব মোহাম্মদ গাজী মুবিন, পৌরসভা আহবায়ক রেজাউল করিম রকি, যুগ্ম আহ্বায়ক শাহাজালাল ফরহাদ, সদস্য সচিব সাহেদ খান, মোহাম্মদ অন্তু, উত্তর মাদার্শা ছাত্রদলের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল প্রমুখ।