কাসালং সীমান্তে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘বিএসএফ’র মৈত্রী সাইকেল র‌্যালীতে বিজিবি’র অংশগ্রহণ

216

খাগড়াছড়ি প্রতিনিধি : রাঙামাটি জেলার কাসালং বিওপি’র সীমান্ত পিলার (২৩০০ মেইন পিলার)- এর কাছে ভারত-বাংলাদেশ শূন্য লাইনে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে শনিবার ভারতীয় ‘বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’-এর উদ্যোগে মৈত্রী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মৈত্রী সাইকেল র‌্যালীতে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পক্ষে ৫৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাজহারুল ইসলাম পিএসসি, জি এবং বিএসএফ’র পক্ষে আইজল (মিজোরাম) সেক্টরের অধিনায়ক ডিআইজি শ্রী রাজীব, ডেপুটি ডিআইজি সি. পি. মিনা, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন’র কমান্ড্যান্ট শ্রী আর. পি. উদিত এবং ৯০ বিএসএফ ব্যাটালিয়ন’র উপ-অধিনায়ক শ্রী নিলন অংশগ্রহণ করেন।

মৈত্রী সাইকেল র‌্যালীর সমাপনী অনুষ্ঠানে ৫৪ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাজহারুল ইসলাম পিএসসি, জি পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শেষে ‘বিজিবি’ ও ‘বিএসএফ’ কর্মকর্তারা উভয় দেশের সীমান্ত সম্প্রীতি সুরক্ষায় এ ধরনের কর্মতৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সি নিউজ/প্রদীপ চৌধুরী

Advertisement