সীতকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে স্কুল শিক্ষককের পর এবার সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুলের প্রধান শিক্ষিকার মেয়ে স্কুল ছাত্রী শামস তাহিয়াত মৌনতা(১৬)। প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে উপজেলার ভাটিয়ারীতে এঘটনা ঘটে। মৌনতা বাংলাদেশ মেলিটারী একাডেমী স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী এবং সোনাইছড়িস্থ রাজা কাসেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের মেয়ে।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটার সময় ভাটিয়ারী এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, মৌনতা প্রাইভেট পড়ে কাসেম জুট মিলসস্থ ওয়ান ব্যাংক এলাকায় নিজ বাসায় যাওয়ার জন্য একটি গাড়িতে উঠার সময় পিছন দিক থেকে একটি মিনি বাস(১৭ নং গাড়ী) তাকে ধাক্কা দিলে সে মারাত্বক আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ১২ টার সময় সে মারা যায়। স্থানীয়রা ঘাতক বাস ও চালককে আটক করেছে। নিহত মৌনতা বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরী ঘাটের ম্যানেজার সেলিম উল্লা”র মেয়ে।
এব্যাপারে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ বাবুল মিয়া বলেন, দূর্ঘটনার পর আমরা জানতে পারি। মিনি বাসটি থানায় আটক আছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে গতরাতে মোটর সাইকেলের ধাক্কায় তৌহিদুল ইসলাম জাফর (৫১) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারী হাসপাতালে প্রেরণ করলে রাত ১২ টার সময মারা যান। নিহত জাফর উপজেলা ফকিরহাটস্থ সাদেক মস্তান(রঃ) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।