ভাড়ায় চালিত রিক্সা চালাতে গিয়ে কর্ণফুলী থেকে ৬ দিন ধরে নিঁখোজ রয়েছেন মো. মানিক (১৭)।
জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী বিকেল ৪টায় চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের (৭নং ওয়ার্ড) গুরা মিয়া মাঝির বাড়ি থেকে তিনি নিখোঁজ হয়েছেন। পরে বহু খুঁজাখুঁজি করেও কিশোরের সন্ধান মেলেনি।
মোঃ মানিকের পিতার নাম মো.রফিক ও মাতার নাম পাখি আক্তার। জানা যায়, নিখোঁজ মানিক পরিবারের হাল ধরতে গিয়ে ভাড়ায় রিক্সা চালাতেন। প্রতিদিনের মতো রিক্সা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ১০৭২/তারিখ ২৬/০২/২০২১ইং। জিডিতে উল্লেখ্য রয়েছে, তার গায়ের রঙ ফর্সা, পরনে ছিলো হলুদ রঙের হাফ গেঞ্জি, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, যার দৈহিক গঠন হালকা মোটা, মুখমণ্ডল গোলাকার ও মাথার চুল কালো। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন হৃদয়বান ব্যক্তি কিশোরের সন্ধান পেয়ে থাকলে কর্ণফুলী থানায় বা দিন তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। ওসি কর্ণফুলী ০১৩২০-০৫২৯৭৪/ এস আই আলমগীর ০১৮২২-৮৬৯২৪৪।