দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

207

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে এই পদে নিয়োগ দিয়েছে করেছে সরকার।

Advertisement

বুধবার রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার আ ক ম আমিনল ইসলামের চাকরির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হবে। তাদের স্থলাভিষিক্ত হবেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও মো. জহুরুল হক।

Advertisement