সাংবাদিকরা নাগরিক স্বার্থে ভাল কাজে পাশে থাকবে

216

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের যৌক্তিক পরামর্শ মতামত নিয়ে আমি নগরবাসীর সেবা দিতে আন্তরিক প্রত্যয়ী। এই নগরী আমার একার নয়, সকলের । আমি সকলের সেবক হতে চাই। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য। আমি তাদের পাশে আছি এবং থাকবো। তারা পাশে থাকার প্রত্যয় ও প্রতিশ্রুতির অঙ্গীকার প্রদানে পরম স্বস্তিবোধ করছি।

Advertisement

আজ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে মেয়রের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, চট্টগ্রামকে সকলের বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জন গুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার ভিত্তি ১০০ দিনে সম্পন্ন করার কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম সম্পাদনে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিক সমাজ মেয়র এম. রেজাউল করিম চৌধুরী পাশে থাকার অঙ্গীকার প্রদান করে বলেন, নাগরিক সমাজের স্বার্থে এবং জনকল্যাণে মেয়র মহোদয়ের সকল ভালো কাজে আমাদের সামর্থ্য ও সমর্থন উজার করে দিতে দৃঢ় প্রত্যয়ী। মেয়রের স্বচ্ছতা, সততা, নিষ্ঠা ও একগ্রতার প্রতি আমাদের যথেষ্ট আস্থা ও বিশ্বাস আছে এবং ভবিষ্যতেও অটুট থাকবে।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো: রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, প্রচার সম্পাদক আলিউর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, সদস্য আব্দুল কাদের মঞ্জু, শহিদুল্লাহ শাহরিয়ার প্রমুখ।

Advertisement