সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা খালেদ মাহমুদ ও মাহনূর তাছনিমের পৃষ্ঠপোষকতায় হাটহাজারী শিকারপুরে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্বোধন অনুষ্ঠান সোমবার (১ মার্চ) অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের ছোট ভাই খালেদ মাহমুদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হোসাইন আল জাহিদ সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রাজিবুল আহসান সুমন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার, হাটহাজারী ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম ও ১৪ নং শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক।
আরও বক্তব্য রাখেন- সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহকারী নির্বাহী পরিচালক তানিম রেজা, অর্থ পরিচালক আব্দুর রহমান তরুন, শিক্ষা পরিচালক এম এ সবুজ পাটোয়ারী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাহবুবুল ইসলাম সুমন, সহ-সভাপতি লায়ন শারমিন সুলতানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শাহ ইমন প্রমুখ।