আইসিটি অ্যাক্ট আইনে কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদ এর মৃত্যুর প্রতিবাদে, জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশ বাহিনী কর্তৃক ন্যক্কারজনক বর্বরোচিত হামলার প্রতিবাদ ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান বাবু, সাবেক সহ সভাপতি নওশেদ আল জাসেদুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামরুল কুতুবী, সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইফ সহ কারাবন্দী সকল ছাত্রদল নেতাদের মুক্তির দাবীতে পাহাড়লী থানা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলটি আজ সন্ধ্যা ৭টায় পাহাড়তলী বাজারের মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলংকার মোড় গিয়ে শেষ হয়।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ইলিয়াস কাঞ্চন মামুন,সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ওয়ালিদ আবির, পাহাড়তলী থানা ছাত্রদল নেতা সাহেদ তুষার, মহিন উদ্দীন, ওমর ফারুক, ইমাদ ওয়াসিম, সাজ্জাদ হোসেন, টিপু, আনোয়ার হোসেন আনু, জিহাদ, মো সাকিব প্রমুখ নেতৃবৃন্দ।