কক্সবাজারে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে শামশুল আলম (৪৫) নামের এক বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩ মার্চ) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়েশা এই আদেশ দেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়ছে।
আসামি শামশুল আলম রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া মুরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুন ঘরে স্ত্রী না থাকার সুযোগে নিজের মেয়েকে রাতে ধর্ষণ করে সামশুল আলম। পরবর্তীতে ১৪ বছরের কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় ২০১৮ সালের ৬ জুলাই ধর্ষণের দায়ে কক্সবাজারের রামু থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষিতার মা। ওই মামলার অভিযোগ গঠন হয় ২০১৯ সালের ১৪ মে।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোস্তাক আহমদ চৌধুরী। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি এড. সৈয়দ মো. রেজাউর রহমান রেজা মোট ৯ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন।
এড. সৈয়দ মো. রেজাউর রহমান বলেন, ‘রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। এই রায়ে ভিকটিমের পক্ষে ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় আমি সন্তোষ প্রকাশ করছি।’