কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) ভোরে টেকনাফ সীমান্ত উপজেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ- ২ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।
এছাড়া এসময় তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ জব্দ করা হয়েছে।
বিজিবি বলছে, নিহত ব্যক্তিরা মাদকের চালান পাচারকালে বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় দুপুরে টেকনাফ বিজিবির সদর দফতরে সংবাদ সম্মলন করা হবে। নিহতদের নাম-পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন ওই বিজিবি কর্মকর্তা।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার ভোরে একটি মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন। এসময় উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।
বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারি চক্রের সদস্যরা কেওরা বাগানের দিকে পালিয়ে যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ দেব বলেন, ‘ভোরে বিজিবি দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তাদের শরীরে তিনটি করে গুলির আঘাত রয়েছে। এখানে আনার আগেই তারা মারা যান। পরনের পোশাক দেখে মনে হয়েছিল তারা রোহিঙ্গা’ ।
এছাড়া এসময় আহত দুজন বিজিবিকেও চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।