চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের বনজ সম্পদ রক্ষায় গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে। গবেষণা কাজে নিয়োজিত বিজ্ঞানীরা হলেন দেশের সম্পদ। তাদের উদ্ভাবিত প্রযুক্তি আধুনিক বিশ্বের সাথে আমাদেরকে বসবাসে উপযোগী করে তোলে। তাই বনজ সম্পদ রক্ষা ও সম্প্রসারণ গবেষণার কোন বিকল্প নাই।
তিনি আজ বিকেলে নগরীর মুরাদপুরস্থ বিএফআরআই মিলনায়তনে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মাসুদুর রহমান। শুরুতে প্রতিষ্ঠানের মুখ্য গবেষণা কর্মকর্তা বিজ্ঞানী রফিকুল হায়দার তাদের গবেষণা কার্যক্রমের একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনৈতিক নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সরোয়ার্দী।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরো বলেন, আগে বনজ সম্পদের উপর কোন গবেষণা ছিলো না, এখন যা হচ্ছে। আগে প্রাকৃতিকভাবে বন সৃষ্টি হতো। তখন মানুষ নিজের প্রয়োজনে বন সম্পদকে নিজের উপযোগী করে ব্যবহার করতো। এখন যেমন কাঠের বিকল্প বাঁশ ব্যবহার হচ্ছে।
তিনি বলেন, এখন দেশে জনসংখ্যা যেমন বেড়েছে তেমনি খাদ্য উৎপাদন ও বেড়েছে। খাদ্যে এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। ১৬ কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি এখন নাই বললেই চলে। কাজেই সবক্ষেত্রেই গবেষণার কোন বিকল্প নাই। মেয়র বন গবেষণার কাজে নিয়োজিত বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য ১৯৫৫ সালে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।