দুই মাসে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত

193
corona

চট্টলা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১০১৮ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

Advertisement

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪৯৬ জন।

বুধবার (১০ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরও ১২৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement