গৌরিপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

201

কুমিল্লার গৌরিপুরে যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়ে ও হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত ১৭ জন যাত্রী। এদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চাঁদপুর জেলার মতলবগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম গৌরিপুরে ইউটার্ন নেয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে বাসটিতে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এসময় দগ্ধ হয়ে ও হুড়োহুড়িতে আহত হন আরও ১৭ যাত্রী।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে। তাদের মধ্যে নয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কুমিল্লা হাইওয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন দুই যাত্রী দগ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement