চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নাশকতার উদ্দ্যেশে কতিপয় ব্যক্তি অবস্থান করছে এমন খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র্যাব-৭।
আজ শুক্রবার (১২ মার্চ ) ১২টার দিকে উপজেলার তেরীয়াল বারইয়াঢালা হাক্কানী রিফুয়েলিং স্টেশন (ইউনিট-৩) এর দক্ষিন পাশের একটি দোকান সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
এসময় বিদেশী একটি পিস্তল ও ৪০ রাউন্ড গুলিসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সীতাকুণ্ড উপজেলার তেরীয়াল মোফাক্কর চেয়ারম্যান বাড়ির মো. শাহ আলমের ছেলে মো. ইসমাইল (৩৩) ও একই এলাকার চেরাং বাড়ির আবুল কালামের ছেলে মো. সাঈদুল ইসলাম (২৪)।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে দুজনই দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নানান সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।