বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.তরিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান,উপজেলা কৃষি অফিসার মো.আতিক উল্লাহ, বোয়ালখালী কনজুমার এসোসিয়েশনের সভাপতি কাজী ওবায়দুল হক হক্কানি, সাধারণ সম্পাদক আবুল ফজল বাবুল, সহ-সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও ব্যবসায়ী জাহেদুল।
বক্তারা বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে পণ্য ক্রয় বিক্রয়ে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে নিজেরা যদি ভালো না হই, শুধুমাত্র আইন প্রয়োগ করে পরিবর্তন আনা সম্ভব হবে না।
সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিবৃন্দ উপস্থিত ছিলেন।