চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক পরিধান নিশ্চিতকরণে আজ সোমবার নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এতে আজকে মানুষকে সচেতন করার লক্ষ্যে জরিমানা ছাড়াই অভিযান এবং প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করেন ম্যাজিস্ট্রেটগণ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং লক্ষ করা যাচ্ছে মানুষের মাঝে মাস্ক না পরার প্রবনতা বাড়ছে যার ফলে মানুষ স্বাস্থ্য ঝুকির মধ্যে পড়ছে।এতে করোনা সংক্রমনের হার বেড়ে যেতে পারে। তাই আজ থেকে আবারো আমরা জোরালোভাবে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।
তিনি আরও বলেন, আজ থেকে কয়েকদিন আমরা সবাইকে সচেতন করার লক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট,বিপণিবিতান,শপিং মল ও বাস স্ট্যন্ডে অভিযান পরিচালনা করবো।পরবর্তীতে যদি দেখা যায় মানুষ অবহেলা করে মাস্ক না পরে তাহলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যাবস্থা নেব।
আজকের মোবাইল কোর্টে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আশরাফুল হাসান বহাদ্দারহাট,
মিজানুর রহমান আগ্রাবাদ মোড়, উমর ফারুক কোতয়ালি ও নিউ মার্কেট,মাসুদ রানা আন্দরকিল্লাহ, নুরজাহান আক্তার সাথী জিইসি মোড় এবং সুনিয়া আক্তার, চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।