চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমার অত্যন্ত প্রাণ প্রিয় মানুষগুলো এই হরিজন সম্প্রদায়ের সেবকরা, সিটি কর্পোরেশনের প্রাণ হচ্ছে এই হরিজন সম্প্রদায়। এই শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার পিছনে অবদান এই হরিজন সম্প্রদায়ের সেবকদের। এটা কেউ অস্বিকার করতে পারবে না।
তিনি বলেন, আমি থাকা অবস্থায় আমার প্রাণের মানুষগুলো কোন কষ্ট পাবে না। প্রয়াত সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী আপনাদের সেবক উপাধি দিয়ে যে সম্মান দেখিয়েছেন সে সম্মান আমি অটুট রাখব। মেয়র হরিজন সম্প্রদায়ের উত্থাপিত দাবি দাওয়া গুলো নীতিগতভাবে মেনে নিয়ে সরকারি বিধি বিধান অনুসরণ করে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
তিনি করোনাকালীন সময়ে হরিজন সম্প্রদায়ের সেবকদের কাজের কথা উল্লেখ করে বলেন এই শহর আপনার আমার সকলের। এই শহরকে দেশী বিদেশী পর্যটক এসে দেখা মাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিচ্ছন্ন শহর বলে যেন আখ্যা দেয় সে ব্যাপারে সকলকে আরো ভালোভাবে কাজ করার জন্য আহ্বান জানান মেয়র।
আজ সোমবার বিকেলে টাইগারপাসস্থ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি বিষ্ণু দাশ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রঘুবীর দাশএর সঞ্চালনায়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চসিকের উপ- প্রধান পরিছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর হরিজন পঞ্চায়েত কমিটির গাধুলা সর্দার, ভোলা সর্দার, রাজকাপুর সর্দার, হরিচাঁন সর্দার, শিয়াম সর্দার,জগদীশ সর্দার, জসি সর্দার, দিলাবর সর্দার, প্রেমলাল সর্দার, দিপক সর্দার, রমেশ সর্দার, বানার্শী সর্দার, মাহাবির সর্দার, দিলিপ সর্দার, স্বপন সর্দার,বিষ্ণুদাশ সর্দার, সভাপতি ও রঘুবীর দাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটি, জগন্নাথ দাশ ঝর্ণা সভাপতি ও সরমন দাশ লালা সাধারণ সম্পাদক যুব কল্যাণ সংঘ,কার্ওিক দাশ সভাপতি, ও রঘুবীর দাশ সাধারণ সম্পাদক, উদয় যুব সংঘ,বাদল চন্দ্র দাশ, সভাপতি ও কৃষ্ণা দাশ, সাধারণ সম্পাদক শালেগ্রাম সেবা সংঘ,খোকন দাশ সভাপতি, জনি দাশ সাধারণ সম্পাদক হরিজন যুবক কল্যাণ সংঘ, সহ হরিজন সম্প্রদায়ের সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং পরিষদের মতবিনিময় সভার শুরুতে মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।