চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) কেন্দ্র মিলনায়তনে বৈচিত্রময় অনুষ্ঠানমালার আয়োজনে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, বেলুন ও পায়রা উড্ডয়ন, রচনা, আবৃত্তি, কুইজ, দেশাত্নবোধক গান, একক নৃত্য, দলীয় নৃত্য প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, জন্মদিনের কেক কাটা ও নিবাসী শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন।
বিকাল ৩:৩০ টায় হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নানা আয়োজনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বেলুন ও পায়রা উড্ডয়ন এর মধ্য দিয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা করেন। অত:পর প্রধান অতিথি মোহাম্মদ মমিনুর রহমান মুজিবর্ষের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার দ্বিতীয় সংখ্যা উন্মোচন করেন। অত:পর জন্মদিনের ১৬ পাউন্ড ওজনের কেক কাটেন।
উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনায় সাজানো হয় সব অনুষ্ঠানমালা। অনুষ্টান সজ্ঞালনাও করেন উপ প্রকল্প পরিচালক।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে তার জীবনী নিয়ে আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিশুদের বহুমুখী প্রতিভার বিকাশ এর গুরুত্ব তুলে ধরেন এবং শিশুদের সাথে সময় কাটান। অনুষ্ঠানের শেষভাগে কেন্দ্রের শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অত:পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান