কাউন্সিলর মিন্টু’র মৃত্যুতে সুজনের শোক প্রকাশ

393

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৪ টায় ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

Advertisement

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

পবিত্র ওমরাহ পালন উপলক্ষ্যে মক্কা শরীফে অবস্থানরত সুজন আজ এক বিবৃতিতে বলেন, মরহুম সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ব্যক্তিজীবনে একজন সৎ ও সদালাপী মানুষ ছিলেন। বারবার কাউন্সিলর নির্বাচিত হলেও অত্যন্ত সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। তাঁর মতো জনপ্রতিনিধি বর্তমান সময়ে খুবই বিরল। একজন দক্ষ কাউন্সিলর হিসেবেও তিনি ছিলেন সমাদৃত। তার মৃত্যু বর্তমান সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সুজন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement