চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৬নং চকবাজার ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর, বাক-প্রতিবন্ধি অধিকার বঞ্চিতদের আপনজন, সজ্জ্বন ব্যক্তি সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি এক শোক বিবৃতিতে বলেন, একজন পরিচ্ছন্ন ও ত্যাগী পরার্থপর জনপ্রতিনিধি হিসেবে প্রয়াত সাইয়েদ গোলাম হায়দার মিন্টু সমাজে যে ভাবমূর্তি তৈরী করে গেছেন তা অমলিন থাকবে। বর্তমানে যারা বিভিন্নস্তরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বা করবেন তাদের জন্য তিনি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে সমুজ্জল হয়ে থাকবেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকাস্থ ইনফলাস হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি . . . . রাজিউন)।