ফটিকছড়িতে গাঁজা ব্যবসায়ী যুবলীগ নেতা আটক

245

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির রায়হানকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, দীর্ঘ দিন থেকে কৌশলে এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল রায়হান। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পুলিশ ছদ্দবেশে মাঠে নামে মাদক সহ রায়হানকে হাতে নাতে ধরতে। গত শনিবার রাত ২টার সময় ইউনিয়নের ইসলামপুর গ্রামে গাঁজার একটি চালান বিক্রির সময় পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থাকা দুই কেজি গাঁজা জব্দ করে।

দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আতাউল হক চৌধুরী জানান, রবিবার তাকে মাদক আইনে মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ইতোপূর্বে তক্ষক পাচারের মামলা রয়েছে।

Advertisement