শোভনীয়া ক্লাব ফুটবল টুর্নামেন্ট’র জার্সি উম্মোচন

177

কে.এম এজেন্সির পৃষ্ঠপোষকতায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব অ-১৫ আ.জ.ম নাছির উদ্দিন একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট-এ অংশগ্রহনকারী দল সমূহের জার্সি উম্মোচন আজ সকাল ১১ টায় স্থানীয় কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

Advertisement

টুর্নামেন্ট কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন-অ-রশিদ এর সভাপত্বিতে টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী মোশররফ হোসেন লিটন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দি চিটাগাং অফিসার্স কো অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দীন, উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এর প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কে.এম এজেন্সির প্রতিনিধি নূর জাহেদ বাবলু, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক আফসার উদ্দিন, আমীর হোসেন মানিক, শামীম আজাদ রুবেল, ফয়সাল, রিজভী হাসান সানি, আব্দুল হামিদ জনি, সাইমন আহমেদ শাহেদ, ওয়াহিদুর আলম অভি, মিনহাজ মাসুম, মাকসুদ, মিন্টু, শহীদ,মান্না প্রমূখ।

Advertisement