চট্টগ্রামে আরও ২৬৯ জনের করোনা শনাক্ত

238
corona

চট্টলা নিউজ : চট্টগ্রামে নতুন করে ২৬৯ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ২৪৩ জন এবং উপজেলাগুলোতে ২৩ জন।

Advertisement

বুধবার (২৪ মার্চ) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ২৩৯৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৮ হাজার ২৯২ জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ১৩৬৯ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫২৩ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। একইসময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায় নি।

এছাড়া শেভরণে ৩২১ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

তবে এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৮৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৮১ এবং উপজেলায় ১০২ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৩ হাজার ১০৩ জন।

Advertisement