করোনায় আক্রান্ত চসিকের প্রথম মেয়র মাহমুদুল

197

চট্টগ্রামের সিটি করপোরেশনের সাবেক ও প্রথম মেয়র, বাঁশখালীর সাবেক এমপি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, খানবাহাদুর গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement

বুধবার সকালে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রেস সচিব নীল কমল শীল।

তিনি বলেন, মাহমুদুল ইসলাম চৌধুরী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্র জানা যায়, মাহমুদুল ইসলাম চৌধুরী শারীরিক অসুস্থতাবোধ করলে সোমবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করেন। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এর পরই তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

মাহমুদুল ইসলাম চৌধুরী সুস্থতার জন্য বাঁশখালীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, মাহমুদুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির বর্তমান প্রেসিডিয়াম সদস্য। তিনি ১৯৭৪ সালের বাঁশখালী ডিগ্রি কলেজের অবৈতনিক শিক্ষক ছিলেন। ১৯৭৫ সাল থেকে ১৯৭৯ পর্যন্ত তিনি চট্টগ্রাম আদালতের প্রথম শ্রেণির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বৃহত্তর চট্টগ্রাম ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

১৯৭৯ সালে বিএনপিতে যোগ দিয়ে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-১৫ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পর তিনি ১৯৮৬ সালে তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

Advertisement