ফটিকছড়ি প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভের সময় গুলিতে ৫ মাদরাসা ছাত্র নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে সারাদেশের মত ফটিকছড়িতেও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
২৭ মার্চ (শনিবার) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি শাখার ব্যানারে উপজেলার বিবিরহাট, নাজিরহাট, কাজিরহাট ও আজাদী বাজারে বিক্ষোভ মিছিল হয়।
ফটিকছড়িতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ হলেও প্রধান মিছিলটি নাজিরহাট ঝংকার মোড়ে বাবুনগর মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাও আইয়ুব বাবুনগরী সভাপতিত্বে অনুষ্টিত হয়।
মুফতি আবু মাকনূন মুহাম্মদ আজিজীর সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, নাজিরহাট মাদ্রাসার মুহতামিম মুফতী হাবিবুররহমান কাসেমী, মাওলানা ইহইয়াহ, মুফতী রহিমুল্লাহ শাহী, মাও মাহমুদ শাহ ধর্মপুরী, মাও হারুন আজিজী নদভী, মাও মুফতী রবীউল আলম, মাও আতিকুল্লাহ ইসলামী আন্দোলন, মাও ফরিদুল আলম, মুফতী নেজাম, মুফতী আব্দুল হাকিম সাহেব, মাও আছেম বাবুনগর, মাও আব্দুল আজিজ, মাও জুনায়েদ ইমামী, মাও আকবর প্রমুখ৷
এতে বক্তারা বলেন, সারা দেশে যে সব ভাই শহীদ হয়েছেন যারা এ হত্যা কান্ডের সাথে জড়িত, নির্দেশদাতা তাদের চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে৷ এসময় তারা আরো বলেন, আগামীকালের হরতাল কোন রাজনেতিক হরতাল নয়। এ হরতাল ইসলাম রক্ষার হরতাল। যার অন্তরে আল্লাহর প্রেম আছে তারা এ হরতালকে সমর্থন দিবে।