চট্টগ্রাম থেকে ফেরার পথে সাতকানিয়ার পদুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মো. আয়াচ (৩৬), শাহ আলম (জেকব) (৩৪) ও জাহাঙ্গীর আলম মৃত্যু বরণ করেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
এ সময় আহত হয়েছে আরও ৪জন। আহতরা হলেন-হেলাল উদ্দিন আকাশ, মনজুর আলম, মো. এন আমিন, এবং হুমায়ুন কবির। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে৷ তাদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিবেশী খাইরুল বশর।
তিনি জানান, তারা সকলে নোহা গাড়িতে করে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় ৩জন মারা যায় এবং ৪জন আহত হন। একই পরিবারের ৩জনের মৃত্যুর খবরে হাজীরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ মঞ্জুর মোরশেদ বলেন, এ ধরনের কোন খবর এখনো পাইনি।