চট্টগ্রাম নগরের ৩৮ নং ওর্য়াড আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বৎসর পুর্তি ও সুবর্ণ জয়ন্তী ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর ৩৮ নং ওর্য়াডস্থ নিশ্চিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙণে কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী সভাপতিত্বে হাজ্বী মোহাম্মদ হাসানের সঞ্চালনায়ে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
এসময় প্রধান অতিথি বলেছেন ৫০ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন -একাওরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন – সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস – স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লক্ষ শহীদের আত্মদান আর ২ লক্ষ মা-বোনের ত্যাগ তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্ননিবেদন ও সংগ্রামের গৌরবগাথা, গনবীরত্বের ইতিহাস।
এসময় আরো উপস্থিত ছিলেন ৩৭ নং ওর্য়াড কাউন্সিলর আবদুল মান্নান, ৩৯ নং ওর্য়াড কাউন্সিলর জিয়াউল হক সুমন সংক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম,মহানগর আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ,,হাজ্বী বেলাল আহমেদ, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, শাহনেওয়াজ চৌধুরী, মোরশেদ আলম,আবু নাসের, এজাহার মিয়া, মোহাম্মদ কামাল উদ্দিন, মোঃ আক্তারুজ্জামান, মোঃ ইউনুচ, হাজী হাসান মুন্না, জানে আলম,মোজাম্মেল হক চৌধুরী, কামরুল হুদা চৌধুরী, আবদুল আল মামুন,ইকবাল আল নূরী, যুবলীগ নেতা মোঃ আবদুল আজিম, নুর মোহাম্মদ, সফিউল আলম বাদশা, মোঃ এরশাদ, রুবেল, হীরু সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাএলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধাদের এবং প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মরণোওর সম্মাননা স্মারক প্রদান করা হয়।