করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েও করোনা আক্রান্ত হলেন চট্টগ্রামের সিভিল সার্জন ও চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বী।
সোমবার (২৯ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেন। এরপর সন্ধ্যায় তার রিপোর্ট পজেটিভ আসে।
সোমবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ঘন্টাখানেক আগে তিনি করোনা পরীক্ষার রিপোর্টটি হাতে পেয়েছেন।
সিভিল সার্জন মুঠোফোনে বলেন, দুইদিন থেকে তার জ্বর, সর্দি, কাশি ছিল। খাবারে কোন স্বাদ পাচ্ছিলেন না। আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে তিনি করোনার পরীক্ষার জন্য নমুনা জমা দেন। রাত ৯টায় তিনি করোনা পজিটিভের রিপোর্টটি হাতে পান। আগামীকাল বুধবার সকালে অনান্যে পরীক্ষাগুলো করাবেন। তারপর বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেবেন, তিনি হাসপাতালে ভর্তি হবেন নাকি বাসায় থেকে চিকিৎসা নেবেন— জানান সিভিল সার্জন।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি।
এরপর ৫০ দিনের মাথায় করোনা আক্রান্ত হন। চট্টগ্রামে করোনা পরিস্থিতির শুরু থেকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।