চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন’কে গ্রেফতারের প্রতিবাদে নগর ছাত্রদলের আহবায়ক মোঃ সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শান্তিপূর্ণ সমাবেশে হামলা, নারকীয় তাণ্ডব এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশের হামলা ও গুলি বর্ষণে গুরুতর আহত নেতাকর্মীদের চিকিৎসা দিতে আসলে নগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন গ্রেফতার হন।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন। সদস্য বৃন্দের মধ্যে দেলোয়ার হোসেন শিশির, রকি হোসেন পিচ্চি সহ বিভিন্ন কলেজ, থানা,ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ।