চট্টগ্রামে নতুন আক্রান্ত ২১২,মৃত্যু ১

247
corona

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১২ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১৮৮ জন এবং উপজেলাগুলোতে ২৪ জন।

Advertisement

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৮৫৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২১২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৯ হাজার ৭০৬ জন। এর মধ্যে নগরে ৩১ হাজার ৫৪১ এবং উপজেলা পর্যায়ে ৮ হাজার ১৬৫ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৮৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৮৩ এবং উপজেলায় ১০৩ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৪ হাজার ১০৩ জন।

Advertisement