কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে আজ বুধবার (৩১ মার্চ) সকাল ১১টায় ভেঙে গেছে জিও ব্যাগ দিয়ে সংস্কারকৃত প্রায় এক কিলোমিটার অস্থায়ী বেড়িবাঁধ। ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে অন্তত কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কিত মাতারবাড়ী ইউনিয়নের জেলে পাড়ার বাসিন্দারা।
সাগরে অস্বাভাবিক জোয়ারের প্রভাবে বুধবার স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট পানি বেড়ে যায় বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি হামেদ হোছাইন খোকা। পূর্বকোণকে তিনি বলেন, বাতাসের গতিবেগ বাড়ার পাশাপাশি জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধে নতুন করে ভাঙন দেখা দেয়। এতে মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমে ষাইটপাড়ায় ১৫০ মিটার নতুন করে বেড়িবাঁধ ভেঙে যায়।
সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানির প্রভাবে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল বাইরেরপাড়া, জেলেপাড়া জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে। সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সাইরার ডেইলের জেলে পাড়ার প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হয়েছে।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘জোয়ারের পানি লোকালয়ে ঢুকে আমাদের গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পশ্চিম ষাইটপাড়ার জেলে পাড়ায় ভাঙা বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কার না করলে পুরো এলাকা সাগরে তলিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই।’
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘সাগরের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে মাতারবাড়ীতে জোয়ারের পানি ঢুকে গ্রাম প্লাবিত হয়েছে বলে শুনেছি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খবর নিয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হবে।’