সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

201

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম সাজিব(৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার(১ এপ্রিল) সকাল১১ টার দিকে উপজেলার মুরাদপুরস্থ ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজিব মুরাদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডা.নুরুল ইসলামের বাড়ির নিজাম উদ্দিনের পুত্র।

জানা যায়, সকালে নিজাম উদ্দিনের বসতঘরে বিদ্যুতের তার ছিড়ে শিশু সাজিবের গায়ে পড়লে সে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর জেঠাতো ভাই আশ্রাফ উদ্দিন টিটু বলেন, সাজিব ঘরে খেলা করার সময় বাতাসে বিদ্যুতের তার ছিড়ে তার গায়ের সাথে লেগে আক্রান্ত হয়। হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়।

Advertisement