চট্টগ্রামে ডেঙ্গুতে নারী ও শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৪

195

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২৪ জন। একই সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে জেলায় বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৫ জনে।

Advertisement

শনিবার (১৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডেঙ্গুতে মারা যাওয়া দু’জন হলেন- সীতাকুণ্ডের রোকেয়া বেগম(৪০)। তিনি ১২ সেপ্টেম্বর চমেকে ভর্তি হয়ে ১৫ সেপ্টেম্বর মারা গেছেন। এছাড়া আকবরশাহ এলাকার দুই বছর দুই মাস বয়সী শিশু ফাহিমা আক্তার ১৩ সেপ্টেম্বর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি হয়ে ১৫ সেপ্টেম্বর মারা গেছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৯ জন। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৫ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫৩ জন ভর্তি রয়েছেন।

বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৩৪৮ জন।

Advertisement